অবতক খবর,১২ মার্চ: রেল কর্তৃপক্ষের থেকে শিয়ালদা ডিভিশনের সমস্ত স্টেশন গুলোতে যে সমস্ত হকাররা বসে আছে দীর্ঘদিন ধরে, তাদেরকে তুলে দেওয়ার জন্য নোটিশ জারি করেছে রেল। এইরকমই নোটিশ খরদা স্টেশনেও জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে সমস্ত হকার উঠে যেতে হবে, প্ল্যাটফর্ম পরিষ্কার করে দিতে হবে। সেই নোটিশ পেয়ে খরদা স্টেশনের হকাররা সমবেত হয় এবং বিভিন্ন স্টেশন থেকে হকাররা মিছিল করে খরদা স্টেশনের হকারদের পাশে এসে দাঁড়ায়।

হকারদের বক্তব্য, কোন হকারকে তোলা যাবে না। তাদেরকে পুনর্বাসন দিয়ে তুলতে হবে। তাদের রুটি রোজগারের ব্যবস্থা রেল কর্তৃপক্ষকে করতে হবে। তাদের আরও দাবি,বিভিন্ন প্লাটফর্মে হকাররা এবং নিত্যযাত্রীদের যাতে পাশে এসে দাঁড়ায়। নিত্যযাত্রীদের সমস্যা হলে হকাররা দেখে। জিআরপি এবং আরপিএফকে দেখা যায় না এবং যাত্রীদের সুরক্ষার দেওয়া তা কিন্তু আরপিএফ এবং জিআরপি পক্ষ থেকে দেওয়া হয় না। বিভিন্ন ঘটনা ঘটে স্টেশন চত্বরে,তা হকাররা দেখে।
তাদের রুটিরুজি, দীর্ঘদিন ধরে তারা এই প্লাটফর্মের উপরে ব্যবসা করেই পরিবার-পরিজন পরিচালনা করে এবং প্লাটফর্মে নিত্যযাত্রীদের সুরক্ষার দিকটাও তারা দেখে। এই হকারদের পুনর্বাসন ছাড়া তোলা যাবে না বলে জানান তৃণমূল কংগ্রেসের নেতা সুকণ্ঠ বণিক।