অবতক খবর,২১ আগস্ট,বালুরঘাট:বালুরঘাট রেল স্টেশনের অনতিদূরে খুন হওয়া এক মহিলার হত্যাকারিকে খুনের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করল বালুরঘাট থানার পুলিশ।

ধৃতের নাম নিবারন বর্মন। বাড়ি বালুরঘাট থানার শালগ্রাম এলাকায়।
আজ অভিযুক্তকে বালুরঘাট আদালতে তোলে বালুরঘাট থানার পুলিশ।

পুলিশ যদিও এখনও আরো তদন্তের স্বার্থে এব্যাপারে কোন মুখ খুলতে না চাইলেও সূত্র মারফৎ জানা গেছে, গত বুধবার সকালে বালুরঘাট রেল স্টেশন থেকে অনতিদুরে বালুরঘাট থানার বোয়ালদার গ্রামের পাতা বর্মন(৩৮) খুন হওয়া মহিলার ফোন কল ডিটেলের সূত্র ধরে বালুরঘাট থানার পুলিশ তদন্তে নেমে এই অভিযুক্তের হদিস পায়।

তারপর পারিপার্শ্বিক ও খুন হওয়া ওই পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ চালিয়ে গতকাল রাত্রে বালুরঘাট থানার চেংগীসপুর এলাকার আলিপুর গ্রামে মেসোর বাড়িতে লুকিয়ে থাকা খুনি নিবারন বর্মনকে গ্রেফতার করে বালুরঘাট থানায় নিয়ে আসে।

সূত্রে আরো জানা গেছে, খুনি নিবারনের সাথে ওই মৃত পাতা বর্মনের পূর্ব পরিচয় ছিল। সে কথা তার পরিবারের লোকজনও জেনেছিল। ইতিমধ্যে ওই মহিলার আরো একজনের সাথে সম্পর্ক গড়ে ওঠে। সে কথা নিবারন বর্মন জানতে পেরে গত মঙ্গলবার দিন তাকে বিকেলে বালুরঘাট রেল স্টেশন এলাকায় দেখা করতে বলে। সন্ধ্যার পর ওই মহিলা তার সাথে দেখা করতে আসার পর দুজনের মধ্যে এই নিয়ে বাদানুবাদ হয়।

পুলিশের প্রাথমিক অনুমান এরপরেই নিবারন বর্মন তাকে খুন করে রেল লাইনের কালভার্টের তলায় ফেলে রেখে পালিয়ে যায়। তবে সে একা এই কাজ করেছে না তার সঙ্গে আরো কেউ ছিল। তা তদন্ত করছে পুলিশ।