অবতক খবর,২০ আগস্টঃ  গাছ কাটা নিয়ে উত্তপ্ত হয়ে উঠলো হরিণঘাটা ব্লকের মোল্লাবেলিয়া পঞ্চায়েতের বসন্তপুর এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে হরিণঘাটা থানার পুলিশ।তদন্ত করে পুলিশ এসে কাটা গাছগুলি থানায় নিয়ে গেছে।

ঘটনা সূত্রে জানা গেছে, ওই জমির আট শতকের মালিক শ্রীদাম মণ্ডল। তিনি নিজেই ওই জমিতে গাছ পুঁতেছিলেন। এদিন সকালে স্থানীয় মিলন মল্লিক নামে এক ব্যক্তি এসে দাবি করেন ওই জমির চার শতক জমি তাঁর। তিনি জমিতে লাগানো গাছ কেটে বাড়ি করার উদ্যোগ নেন। এমতাবস্থায় শ্রীদাম মণ্ডল বাধা দিলে উত্তেজনার সৃষ্টি হয়।

আরও জানা গেছে,শ্রীদাম মণ্ডল ওই জমি কিনেছিলেন সুবল দাস নামে গয়েশপুরের এক ব্যক্তির কাছ থেকে। সুবল দাস জমিটি কেনেন জমির মূল মালিক প্রয়াত শৈলেন চ্যাটার্জির ভাই হীরেন চ্যাটার্জির কাছ থেকে।

পাল্টা মিলন মল্লিকের দাবি, তিনি ২০১১ সালে জমিটি কেনেন প্রয়াত শৈলেন চ্যাটার্জির কাছ থেকে। দুজনের কাছেই বৈধ কাগজ আছে বলে দাবি তাঁদের।

প্রসঙ্গত, ২০১১ সালের আগেই প্রয়াত হয়েছেন শৈলেন চ্যাটার্জি। তাহলে প্রশ্ন উঠেছে মৃত ব্যক্তি কীভাবে জমি বিক্রি করতে পারেন।

এদিকে সূত্র মারফত জানা গেছে,শ্রীদাম মণ্ডলের মেয়ে এবার পঞ্চায়েত ভোটে বিজেপির প্রার্থী হয়েছিলেন। সেই আক্রোশে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা মিলন মল্লিককে দিয়ে জমির দখল নিতে চাইছে বলে অভিযোগ, পঞ্চায়েতের বিজেপি প্রার্থী তথা শ্রীদাম মণ্ডলের মেয়ে তাপসী মণ্ডলের।

সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, দু’পক্ষকেই বিকেলে থানায় ডেকে পাঠানো হয়েছে।