অবতক খবর,২৮ জুনঃ হরিণঘাটা পৌরসভার অন্তর্গত তিন নম্বর ওয়ার্ড অধীনস্থ সুকান্ত সংঘের পক্ষ থেকে আজ উল্টোরথ উপলক্ষে শারদীয়া দুর্গাপূজোকে কেন্দ্র করে খুঁটিপুজো করা হলো ক্লাব উদ্যোক্তাদের পক্ষ থেকে। পাশাপাশি সুকান্ত সংঘের ক্লাব সংগঠনের উদ্যোগে আজ রক্তদান শিবির বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ক্যাম্পের ব্যবস্থা করা হয়। সুকান্ত সংঘের পক্ষ থেকে এটা নতুন করে আলাদাভাবে উদ্যোগ নেওয়া হয়। কোভিড মহামারীতে যখন সাধারণ মানুষের খাদ্যের অভাব এবং অক্সিজেনের অভাব দেখা দিয়েছিল, জীবন বাঁচাতে তখন সুকান্ত সংঘের ক্লাব সংগঠনের সদস্যরা নিজের জীবনকে বাজিয়ে রেখে সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী থেকে শুরু করে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়েছিলেন।

পাশাপাশি এই কর্মসূচিতে আজ উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী রত্না ঘোষ কর। নদীয়া জেলা পরিষদের প্রাক্তন পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ চঞ্চল দেবনাথ, হরিণঘাটা পৌরসভার চেয়ারম্যান দেবাশীষ বসু সহ তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিংকি রায় হালদার।এছাড়াও ছিলেন একাধিক ওয়ার্ডের কাউন্সিলর ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিশেষ অতিথিদের ফুল ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেয়া হয়।

এবছর তাদের পূজো ৪৬ বর্ষে পড়ল।তাদের থিম হাজার হাত দুর্গা এবং কুমোর পাড়ার গরুর গাড়ি একটি ছড়ার আদলে প্যান্ডেল হবে।