অবতক খবর,১১ আগস্টঃ হরিণঘাটা ব্লকের কাষ্ঠডাঙ্গা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে চরম উত্তেজনা। প্রধান নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর বচসায় চরম বিশৃঙ্খলার পরিবেশ পঞ্চায়েত কার্যালয়ের বাইরে। পরিস্থিতি সামাল দিতে নামল হরিণঘাটা থানার বিশাল পুলিশ বাহিনী। পরবর্তীতে নামানো হয় অতিরিক্ত পুলিশ।
জানা যায় কাষ্ঠডাঙ্গা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৮ টি বুথের মধ্যে ১১ টি তৃণমূলের দখলে। ৬ টি পেয়েছে বিজেপি। ১ টি নির্দল। আজ বোর্ড গঠন। বোর্ড গঠন করবে তৃণমূল কংগ্রেস। এখানে প্রধান নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের ২ গোষ্ঠীর মতবিরোধ। তৃণমূল কংগ্রেসের দলীয়ভাবে প্রদানের নাম উঠে এসেছে শুভদীপ সাহার। এখানেই প্রাক্তন প্রধান গণেশ মণ্ডলের দাবি শুভদ্বীপকে প্রধান হতে দেওয়া যাবে না। বিকল্প নাম হিসেবে সম্ভাব্য চিন্ময় দাসের নাম উঠে আসছে। এতেই শুক্রবার সকাল হতেই পঞ্চায়েত কার্যালয়ের সামনে দুই গোষ্ঠীর বচসা।