অবতক খবর,মালদা;সানু ইসলাম;০৪অক্টোবর: শুরু হয়ে গেছে কাউন্টডাউন। প্রতীক্ষার আর মাত্র ১৪ দিন। কৈলাস থেকে মর্তে আসছে উমা।আপামর বাঙালি মেতে উঠবে উমার আগমনীর আনন্দে। এই মুহূর্তে চলছে তারই প্রস্তুতি। বুধবার সকালে মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত হরিশ্চন্দ্রপুর সদরের ঐতিহ্যবাহী থানাপাড়া হাটখোলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজোর মধ্যে দিয়ে পূজোর ঢাকে কাঠি পড়ে গেল।

এই বছর দুর্গাপূজোয় তাদের থিম রাজপ্রাসাদে দেবী দুর্গা। পূজোর বাজেট প্রায় ১২ লক্ষ টাকা। আবহাওয়ার কথা মাথায় রেখে হচ্ছে না খোলা প্যান্ডেল।প্যান্ডেল ফুটিয়ে তোলার জন্য থাকছে নয়নাভিরাম আলোকসজ্জা। দর্শনার্থীদের ভিড় সামলানোর জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। মন্ডপশয্যার দায়িত্বে রয়েছে ডেকোরেটর সুনীল দাস।সাবেকি ঘরানায় প্রতিমা তৈরি করছেন মৃৎশিল্পী পবন দাস। বুধবার সকালে মেঘে ঢাকা আকাশে বৃষ্টির মাঝেই হয় খুঁটিপুজো।উপস্থিত ছিলেন ক্লাবের উদ্যোক্তারা। প্রসঙ্গত হরিশ্চন্দ্রপুর এলাকার যে কয়েকটি দুর্গাপুজো কে কেন্দ্র করে আকর্ষণ থাকে মানুষের। তার মধ্যে অন্যতম এই পুজো। গতবছর শিব তাণ্ডব থিম সাড়া ফেলে দিয়েছিল এলাকায়।উদ্যোক্তাদের আশা এই বছরও তাদের থিম মানুষের মন জয় করবে।

পুজো কমিটির সদস্য বিজয় ভট্টাচার্য বলেন, আজ খুঁটি পুজোর মধ্যে দিয়ে আমাদের প্যান্ডেলের কাজ শুরু হল। গতবছর যে ভাবে দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা এসেছিল। এই বছরও আসবে আশা করছি।কামনা করছি যাতে আমাদের এই উদ্যোগ সফল হয়। আবহাওয়ার কথা মাথায় রেখে খোলা প্যান্ডেল করা হচ্ছে না। ঐতিহ্যবাহী রাজপ্রাসাদের আদলে তৈরি হবে প্যান্ডেল। সেখানেই পূজিত হবে দেবী দুর্গা।