অবতক খবর,৫ ডিসেম্বর: শিল্প শহর হলদিয়ার হলদি নদীর পাড়েই রয়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হেড কোয়ার্টার, ঘূর্ণিঝড় জাওয়াদ মোকাবিলায় এবার হলদি নদীতে শুরু হলো উপকূলবর্তী বাহিনীর হোভারক্রাফট এর টহলদারি।
একদিকে অমাবস্যার ভরা কোটাল,অন্যদিকে ঘূর্ণিঝড় জওয়াদ এর প্রভাব, ফুঁসছে হলদি নদী।
পূর্ব মেদিনীপুরে হলদিয়ার হলদি নদীতে ক্রমশঃ বাড়ছে জলস্তর, প্রশাসনের তরফ থেকে অনবরত সতর্কতা জারি করা হচ্ছে। পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর এবং পাশেই রয়েছে উপকূলরক্ষী বাহিনীর হেডকোয়ার্টার। তারাও প্রস্তুত বিপর্যয় মোকাবিলার জন্য ,এর মধ্যেও সমস্ত জায়গায় ফেরি সার্ভিস বন্ধ থাকলেও হলদিয়া থেকে নন্দীগ্রাম যাওয়ার ফেরি চলাচল সচল রয়েছে।