অবতক খবর,২ মে,কলকাতা,সুমিত: সোমবার হাঁসখালি গণধর্ষণকাণ্ড ও বীরভূমের বগটুই এর ভাদু শেখ খুনের স্টেটাস রিপোর্ট কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে জমা দিল সিবিআই। একই সঙ্গে বগটুই গ্রামের অগ্নিসংযোগের দ্বিতীয় স্টেটাস রিপোর্ট তারা জমা করল হাইকোর্টে।

হাঁসখালি গণধর্ষণকাণ্ডে তদন্তের অগ্রগতি কতটা হয়েছে সেই সংক্রান্ত বিষয়ই রিপোর্টে রয়েছে বলে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে সিএফএসএল এর রিপোর্ট আসতে আরও দুই সপ্তাহ সময় লাগবে। অন্যদিকে এই ঘটনায় নির্যাতিতার নাম পরিচয় প্রকাশ্যে আনা যাবে না বলে এদিন অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী ১৭ মে মামলার পরবর্তী শুনানি।

আবেদনকারী আইনজীবী ফিরোজ ঈদুলজি হাঁসখালি থেকে কলকাতায় তদন্ত সরানোর আবেদন করেন। ইতিমধ্যে দুজন অভিযুক্ত জামিনে ছাড়া পেয়েছে। প্রমাণ লোপাটের সম্ভাবনা রয়েছে বলে তিনি মনে করেন।
সিবিআই আইনজীবী বিল্বদল ভট্টাচার্য্য জানান ওই রিপোর্টে রয়েছে উল্লেখযোগ্য প্রমাণ। তাই এই রিপোর্ট আবেদনকারীকে দিতে পারবেন না। একটা তদন্ত চলাকালীন এভাবে তথ্য বাইরে বেরিয়ে গেলে অভিযুক্তরা সতর্ক হয়ে যেতে পারে। সিএফএসএল রিপোর্ট পেলে তদন্ত আরও সহজ হবে বলেও তিনি জানিয়েছেন।