অবতক খবর,১৭ মার্চ: গতকাল রাতে হাঁসখালী থানার আরপিডি-এর একটি দল ফুলবাড়ী ফুটবল মাঠে অবস্থিত তেরপলিনের তৈরি একটি অস্থায়ী তাঁবুর নিচে অভিযান চালিয়ে ০৫ জন আসামিকে গ্রেফতার করে। অভিযুক্তরা হলেন,কোতোয়ালী থানার অন্তর্গত ঘূর্ণি আনন্দ নগর কলোনীর বাসিন্দা মদন মন্ডল (৩৫),কোতোয়ালি থানার বাসিন্দা আঃ বলাই মন্ডল, 3) নবদ্বীপ থানার বাসিন্দা পরান পোদ্দার (56) 4)নবদ্বীপ থানার বাসিন্দা স্বপন সাহা (49) ,
নবদ্বীপের গৌর কপাল সাহা(56) .
যারা একে অপরকে টাকার বিনিময়ে চোরকির আকারে জুয়া খেলছিল। তাদের কাছ থেকে নগদ ৩৩০০/- টাকা (বোর্ড মানি), চোরকি বোর্ড, স্পিনিং যন্ত্রপাতি সহ অন্যান্য জিনিসপত্র জব্দ করা হয়েছে। এই ঘটনার জন্য, হাঁসখালি থানায় আইনের প্রাসঙ্গিক ধারায় একটি নির্দিষ্ট মামলা শুরু হয়েছে। গ্রেপ্তারকৃত সকল অভিযুক্তকে আজই প্রধান আদালতে প্রেরণ করা হয় ।