অবতক খবর,শিলিগুড়ি: হাউসিং ফর অল প্রকল্পে দুর্নীতির অভিযোগ। তৃণমূল নেতা রঞ্জন সরকার অভিযোগ করে বলেন, ২০ নম্বর ওয়ার্ডে হাউসিং ফর অল প্রকল্পে প্রায় ১২৫ জনকে তারা ঘর দিয়েছেন। তবে পুরনিগম থেকে সঠিকভাবে টাকা না মেলায় অসম্পূর্ণ থেকে যাচ্ছে ঘর তৈরির কাজ। বোর্ড মিটিং এ বারবার পুরনিগমকে জানানোর পরেও পুরনিগমের তহবিল থেকে টাকা আসছে না। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের টাকায় বাড়ি গুলি তৈরি হচ্ছে। ঘর দেওয়ার ক্ষেত্রেও নানারকম দূর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে।স্থানীয় যারা এই প্রকল্পে ঘর তৈরি করেছেন তারা জানিয়েছেন, ঘর তৈরির সম্পূর্ন টাকা তারা এখনও পাননি, ধার-দেনা করে তারা তৈরি করেছেন ঘর, গুনতে হচ্ছে সুদ। যত টাকা ঘর করার জন্য বরাদ্দ করা হয়েছিল তার মধ্যে এখনও বেশকিছু টাকা তারা পাননি সেটা কবে পাবেন এখন সেই আশাতেই রয়েছেন তারা।