অবতক খবর, সংবাদদাতা, হাওড়া :: বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইসলাম ধর্মাবলম্বী মুসলমান পবিত্র ফাতেহা ইয়াজ দাহাম উপলক্ষে ইসলাম ধর্মীয় অনুভূতিতে ও পীরের শিলসিলা অনুসারে পবিত্র ফাতেহা ইয়াজ দাহাম উদযাপনে ধর্মীয় নানান ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে দিকে দিকে বলে জানা গেছে। হাওড়া জেলার রাজাপুর থানার তুলসীবেড়িয়া দরগা শরীফ কমিটির আয়োজনে ফাতেহা ইয়াজ দাহাম ও বাৎসরিক ঊরুষ উপলক্ষে ইসলাম ধর্মীয় ও পীরের শিলসিলা অনুসারে পবিত্র কোরআন শরীফ পাঠ,হাদীস শরীফ থেকে আলোচনা করা হয়।

নাত ও গজল পাঠ করেন কমিটির সদস্য ও সদস্যা, এলাকার নবীন ও প্রবীণ শিল্পী সম্বনয়ে। ইসলাম ধর্মের প্রবক্তা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আত্মজীবনী, পীর ফকির দরবেশ ওলী আউলিয়া তাঁদের বংশপরম্পরায় বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছেন । পীর ফকির দরবেশ বাবার, মাজার দরগাহ রউজা শরীফ বা মোবারক , দরগা শরীফ,খানকাহ পাক বা শরীফ। হাজারো ভক্তের উপস্থিতিতে ওয়াজ মাহফিল মিলাদ শরীফ দোওয়া মোনাজাত প্রার্থনা করেন পীরজাদা রফিকুল ইসলাম খাঁন। বিশ্বের সকলের জন্য সুখ শান্তি সমৃদ্ধি মঙ্গল সুস্থতা কামনা করেন পীর সাহেব। উপস্থিত সকলকে তাবারুক ও শিন্নি দেওয়া হয় বলে জানা গেছে।