অবতক খবর, সংবাদদাতা, হাওড়া :: হাওড়া কে কনটেইনমেন্ট জোন ও রেড জোন হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার। প্রতিদিনই হাওড়া থেকে রোগীর সংখ্যা হু হু করে বাড়ছে। এমন অবস্থায় হাওড়ায় টিকিয়াপাড়ায় লকডাউন কড়াভাবে লাগু করতে ব্যাপক পুলিশ নামে রাস্তায়। বেলিলিয়াস রোডে এলাকায় বহু মানুষকে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাদেরকে ঘরে ঢোকার জন্য বল প্রয়োগ করতে গেলেই ক্ষেপে উঠে জনতা। ব্যাপক ভিড় একত্রিত হয়ে পুলিশের উপর হামলা শুরু করে দেয় ধাওবা করা হয় পুলিশকে প্রাণ বাঁচাতে পুলিশ পালাতে শুরু করে দেয়।

পুলিশকর্মীদের উপরে হামলার খবর পেয়েই হাওড়া থানার পুলিশ ব্যাপক ব়্যাফ বাহিনীকে নিয়ে ঘটনাস্থলে হাজির হয়। ব়্যাফ বাহিনী স্থানিয় লোককে লাঠি উঁচিয়ে তাদেরকে ঘরে ঢুকতে বললেই পাল্টা ইট পাটকেল নিয়ে আক্রমণ শুরু করে জনতা আর জনতা ছোঁড়া ইটের আঘাতে দুই পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন দুটি গাড়ি ভাঙচুর করে স্থানীয় জনতা।

পরে আরো ব্যাপকভাবে ব়্যাফ বাহিনী ও পুলিশ বাহিনী নিয়ে স্থানীয় দুটি থানা হাজির হয় আর মারমুখী জনতার কে লাঠিচার্জ করে রাস্তা ফাঁকা করে দেয়। পুলিশের ওপর হামলা ও 2টি পুলিশের গাড়ি ভাংচুর করার অভিযোগে পুলিশ 6 জন কে গ্রেফতার করেছে।