অবতক খবর,২০ ডিসেম্বর,হাওড়া: রূরাল মেডিকেল প্র্যাকটিশনার্স এ্যাসোসিয়েশনের , হাওড়া জেলা কমিটির পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার উন্নিশ নভেম্বর সারাদিন ধরে, দক্ষিণ সাঁকরাইলের স্টার স্পোর্টিং ক্লাবে। জেলার বিভিন্ন স্থানের কয়েক শতাধিক মহিলা ও পুরুষ গ্রামীণ চিকিৎসক সম্মেলনের বিভিন্ন বিষয়ে সঙ্গীত, কবিতা, আবৃত্তি, আলোচনায় অংশ গ্রহণ করেন।
সম্মেলন অনুষ্ঠান সময়সূচি অনুযায়ী ছিল পতাকা উত্তোলন, শহীদ বেদীতে মাল্যদান, ডাঃ নর্মান বেথুনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন,নীরাবতা পালন, সভাপতির স্বাগত ভাষণ, স্মরণীকা প্রকাশ, সম্পাদকীয় প্রতিবেদন ও আয় ব্যায়ের হিসাব পেশ, প্রতিবেদনের উপর আলোচনা ও জবাবী ভাষণ,রাজ্য , জেলা,ব্লক নেতৃত্বের আলোচনা, হাওড়া জেলার কার্যকরী কমিটি গঠন, পর্যবেক্ষকের আলোচনা, সভাপতির সমাপ্তি ভাষণ। সম্মেলনে পর্যায়ক্রমে যেসকল নেতৃত্ব উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন তারা হলেন শক্তিরঞ্জন প্রামানিক, নুরুল হুদা সিপাহী, জুলফিকার আলী, কবিরুল ইসলাম মোল্লা, বিপ্লব মান্না, সুনীল মাজী,অতীন্দ্র ভক্ত সহ আরো অনেকে।
ষষ্ঠ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে বারো, তেরো ফেব্রুয়ারি মালদা জেলার সাহাপুর মালদা টাউনে। নবনির্বাচিত হাওড়া জেলা কার্যাকরী কমিটির পদাধিকারী হিসেবে শপথ নিলেন কবিরুল ইসলাম মোল্লা, হরিপ্রসাদ সামন্ত, বিপ্লব মান্না,অতীন্দ্র ভক্ত, সুশীল মাজী ।
এছাড়াও বিভিন্ন স্থানের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নির্বাচিত হন আরো জনা কুড়ি ,পঁচিশ জন বলে জানা গেছে। হাওড়া জেলার শ্যামপুর,বাউড়িয়া,বাগনান এক ও দুই ,উদয়নারায়ণপুর, আমতা, জগৎ বল্লভপুর,বালি, সাঁকরাইল,জগাছা, পাঁচলা, উলুবেড়িয়া থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আগামী কর্মসূচি জেলা অফিস নির্মাণ, প্রতিটি ইউনিটে গঠনতন্ত্র, কর্মসূচি, প্রশিক্ষণ কর্মশালা,পৌর এলাকায় ট্রেনিং সহ সাংস্কৃতিক, সামাজিক, সেবা মূলক অনুষ্ঠানের আয়োজন করা।
সম্মেলনে বিশেষ ভূমিকায় ছিলেন তন্ময় সামন্ত, মদনমোহন অধিকারী, রনজিৎ দাস, অচিন্ত্য ঘোষ,অনিল দাস, জয়দেব পেখুয়া, রামপ্রসাদ খাঁড়া,অজিত কুমার সরকার, শক্তিরঞ্জন প্রামানিক, মিরাজুল ইসলাম মোল্লা, জয়দেব ভটক,নির্মল ময়রা সহ আরো অনেকেই।
এই সম্মেলনের সাফল্য কামনা করে বার্তা পাঠান বিধায়ক সমীর কুমার পাঁজা,এ্যাসোসিয়েশনের রাজ্য সাধারণ সম্পাদক বিশ্বজিৎ শাসমল, গ্রামীণ স্বাস্থ্য সমাচার সম্পাদক কিংশুক মাজী, ডাক্তার নর্মান বেথুন চলমান মেডিকেল স্কুল কমিটির সম্পাদক বৈদ্যনাথ কোটাল প্রমুখ।