অবতক খবর :: হাওড়া :একজন বাস চালক ২১৫রুটের যাত্রীবোঝাই একটি বাস সেতুর মাঝখানে ফেলে বেপাত্তা। ঘটনাটি ঘটে সকাল সাড়ে ১১টার সময়।ফলে, প্রচণ্ড যানজট তৈরি হয় হাওড়া ব্রিজে।
পুলিশ জানিয়েছে, সল্টলেক থেকে হাওড়া স্টেশনগামী যাত্রীবোঝাই বাসটি সেতুর মাঝামাঝি পৌঁছলে একটি ট্যাক্সিচালককে পাশ দেওয়া নিয়ে গন্ডগোল বাধে চালকদের মধ্যে। ট্যাক্সিচালকের সঙ্গে কথা কাটাকাটি হয়, হাতাহাতি পর্যন্ত পৌঁছায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেশ কিছুক্ষণ ধরে দুই চালকের মধ্যে এমনটা চলতে থাকে।
খবর পেয়ে ট্রাফিক সার্জেন্টরা ঘটনাস্থলে পৌঁছান । তারা বাসটি অতি সত্তর সরানোর কাজে হাত লাগান । কেন তিনি বাস ফেলে রেখে চলে গেলেন, তারও হদিস করতে পারেনি পুলিশ।