অবতক খবর , রাজ্ , হাওড়া :- সোমবার হাওড়া স্টেশনের বাতানুকূল যাত্রী প্রতীক্ষালয় নতুনভাবে সাজিয়ে তুলে সাধারণ যাত্রীদের জন্য উদ্বোধন করা হল। তবে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে এক বেসরকারি সংস্থার হাতে ।
আর নবরূপে সেই যাত্রী প্রতীক্ষালয় এবার থেকে বসতে গেলে খসবে যাত্রীদের গ্যাটের টাকা । ট্রেন ধরার আগে বসার জন্য প্রতি ঘন্টায় যাত্রীদের গুনতে হবে ১০ টাকা । অবশ্য তার পরিবর্তে ঝাঁ চকচকে করে তোলা হয়েছে এসি প্রতীক্ষালয়টিকে ।
নতুন সোফা, ফ্রি ইন্টারনেট পরিষেবা । সঙ্গে চা-কফি এবং স্ন্যাকসের স্টল করা হয়েছে। তবে কোনও কারণে ট্রেন ছাড়তে দেরি হলে অতিরিক্ত সময়ের জন্য ঘন্টা অনুযায়ী পেমেন্ট করতে হবে ।
যাত্রীরা দশ টাকায় এই পরিষেবা পেয়ে খুশি। একইভাবে স্লিপার ক্লাস এ যাত্রীদের জন্য প্রতীক্ষালয়টি সাজানো হলেও সেখানে বসতে কোন পয়সা লাগবে না ।
পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জয় কুমার সাহা বলেন যাত্রীদের সুবিধার জন্য রেলের তরফ থেকে এই ব্যবস্থা করা হয়েছে। তবে যাত্রীরা বেশি সময় বসলে যাতে চার্জ কমানো যায় সে বিষয়টি তারা ভেবে দেখছেন।