রাজীব মুখার্জী :: অবতক খবর :: হাওড়া ::    করোনা সংক্রমন আটকাতে ফের শুরু হল সাপ্তাহিক সম্পুর্ন লকডাউন। এই সপ্তাহের আজকে এই লকডাউন চলবে। আজ প্রথম দিনে লকডাউনের প্রভান পড়েছে। শুনশান হাওড়া ব্রিজ। রাস্তাঘাট ফাঁকা। নিত্য প্রয়োজনীয় কিছু গাড়ি ছাড়া অন্য যানচলাচল বন্ধ। বন্ধ বাজার। চলছে পুলিশি নজরদারি। আকাশ থেকে নজরদারির জন্য ওড়ানো হলো ড্রোন। অপরদিকে সাঁকরাইল মানিকপুর এলাকায় লকডাউন অমান্য করে রাস্তায় বেরোলে কান ধরে উঠবোস করানো হয় পুলিশের থেকে।

সকাল থেকেই শহরের মূল প্রবেশদ্বার হাওড়া ব্রিজের চলছে কড়া পুলিশি প্রহরা। যে সমস্ত গাড়ি গুলি কাছে উপযুক্ত কারণ রয়েছে সেই গাড়ি গুলিকেই একমাত্র ব্রীজে ওঠার অনুমতি দেয়া হচ্ছে। এছাড়া অন্য গাড়িগুলোকে ঘুরিয়ে দেয়া হচ্ছে ব্রিজের সামনে থেকেই। লোকজনের প্রথম দিকে যেভাবে আঁটোসাঁটো নিরাপত্তা ছিল হাওড়া ব্রিজে ঠিক তেমনি নিরাপত্তা রয়েছে ব্রিজের সামনে। ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে।

পাশাপাশি এখনো অব্দি শুধু ডোমজুর থানা এলাকায় গ্রেফতার করা হয়েছে ২০ জনকে। আটক করা হয়েছে ২০ টির বেশি বাইক। লকডাউন অমান্য করে রাস্তায় বেরোনোর জন্য এই গ্রেফতারি বলে হাওড়া সিটি পুলিশ সূত্রের খবর। রাস্তায় পুলিশি টহল থাকবে সারাদিন এবং রাস্তায় চলাচলকারী গাড়ি চেকিং চলবে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে।