অবতক খবর, হাওড়া: সিএএ, এনআরসি, এনপিআর নিয়ে দিল্লির ‘শাহিনবাগের’ আঁচ এসে পড়ল হাওড়ার পিলখানায়। খোলা ময়দানে ৭ দিন ধরে চলছে বিক্ষোভ।
পার্কসার্কাসের পর উত্তর হাওড়ার পিলখানায় চলছে সিএএ, এনআরসি, এনপিআর বিরোধী বিক্ষোভ কর্মসূচি। জিটি রোডের কাছেই চলছে এই বিক্ষোভ। মহিলা, বাচ্চা, পুরুষ নির্বিশেষে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে দেখা যাচ্ছে, মুখে তাদের একটাই স্লোগান সিএএ, এনআরসি, এনপিআর ‘হল্লা বোল’, ‘হল্লা বোল’, ‘হল্লা বোল’, ‘হে হোক হামারি আজাদী’।
বিক্ষোভরতদের সাফ কথা, কেন্দ্র সরকার যতক্ষণ সিএএ, এনআরসি, এনপি আর বাতিল না করছে ততক্ষন এই প্রতিবাদ-বিক্ষোভ চলতে থাকবে। বিক্ষোভরত মহিলা নাজনীন বানু বলেছেন ,’আমরা আজ সিএএ, এনআরসি, এনপিআর এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। আমরা সকল মহিলারা রোজা রেখে আল্লাহর কাছে দুয়া করেছি যাতে সিএএ, এনআরসি, এনপিআর লাঘু না হয়। আমরা সবাই মিলে মিশে থাকি, তাই আমরা হিন্দুস্তানী। নিজেদের নাগরিকত্বের পরিচয় দেওয়ার জন্য কাউকে প্রমান দেওয়ার দরকার আমাদের নেই। কারণ আমরা ভারতীয়।’