অবতক খবর,২২ মার্চ: হাওড়ার বেলগাছিয়ায় আজও দুর্ভোগ অব্যাহত। বৃষ্টিতে ব্যাহত হচ্ছে মেরামতের কাজ। এখনও পানীয় জলের সঙ্কট মেটেনি বহু ওয়ার্ডে। বেলগাছিয়া ভাগাড় সংলগ্ন এলাকায় মানুষের জলকষ্ট অব্যাহত। গতকালের মতো আজ সকালেও ফাটল দেখা যায় একাধিক জায়গায়।
দেখা যায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে রয়েছে। মানুষজন রীতিমতো আতঙ্কিত। প্রায় ৩০টির পরিবারকে এখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী একটি স্কুল এবং একটি ক্লাবে রাখা হয়েছে। সেখানেই তাদের আপাতত থাকার ব্যবস্থা করা হয়েছে।