অবতক খবর , রাজীব মুখার্জী, হাওড়া : একটি আই এস এস প্রজাতির কচ্ছপ উদ্ধার করল হাওড়ার বনদফতর। ডোমজুড় থানার অন্তর্গত সলপ গ্রাম পঞ্চায়েত-১ এলাকা থেকে উদ্ধার করা হয় এই কচ্ছপটিকে। সলপ গ্রাম পঞ্চায়েতের থেকে বন দফতরে খবর দেওয়া হয়। বন দফতরের কর্মীরা এসে উদ্ধার করে আনেন এই কচ্ছপটিকে। কচ্ছপটিকে সল্টলেকে ডিয়ার সেন্টারের হাতে তুলে দেবে বলে জানিয়েছে বনদফতরের কর্মীরা।
এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ পন্ডিত জানান এলাকার একটি ড্রেনে এই কচ্ছপ দেখতে পান তারা। এরপরে তারা স্থানীয় বন দফতরের অফিসে যোগাযোগ করেন। সেখান থেকে কর্মীরা এসে কচ্ছপ টিকে উদ্ধার করেন। তিনি আরো বলেন এর আগেও এই অঞ্চলে ময়ূর ও অসুস্থ্য বাঁদরকেও তাঁরা তুকে দিয়েছিলেন বন দফফতরের হাতে।
উদ্ধার কার্যে আসা বন দফতরের কর্মী লাল মোহন দাস জানিয়েছেন, এই কচ্ছপটি মূলত আই এসএস প্রজাতির। মূলত মিস্টি জলের বাসিন্দা হয় এই প্রজাতির কচ্ছপ। আশেপাশের কোনো জলাশয় থেকে উঠে এসেছে। এরা পরিবেশ বান্ধব। এরা মানুষের উপকার করে বলেই জানান তিনি। পাশাপাশি তিনি বলেন মানুষ অনেক সময় এদেরকে ধরে খায়। কিন্তু এরা জলাশয়ে থাকে ও সেখানে পোকামাকড়, শ্যাওলা খেয়ে জল পরিশ্রুত রাখতে সাহায্য করে। আপাতত একে শানপুরে বনদফতরের অফিসে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে তাকে সল্টলেকের রেসকিউ সেন্টারে পাঠানো হতে পারে বলে তিনি জানান। এলাকায় এভাবে কচ্ছপ দেখা দেওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অনেক উৎসুক মানুষের ভিড় হয় উদ্ধার হওয়া কচ্ছপ টি কে দেখতে।