অবতক খবর , পিন্টু প্যাটেল ,পূর্ব বর্ধমান:- হাওড়ার পুলিশ কমিশনারের তৎপরতায় জেলায় জেলায় চলে নাকা চেকিং চলে,বিকেল সাড়ে চারটে সময় নবাব হাট মোড়ে চেকিং চলাকালীন দেখতে পেয়ে গাড়ি ছেড়ে পালিয়ে যায়। বর্ধমান থানার আই, সির নেতৃত্বে উদ্ধার করা হয় ওই চার চাকা সুইফট ডিজার গাড়ি,গাড়ি থেকে লুঠ করা সোনা রিকভারি করে।

বর্ধমান জেলার অতিরিক্ত সুপার কল্যান সিনহারায় জানান,হাওড়া জেলায় যে সোনা লুঠ হয়েছে সেটির গাড়ি উদ্ধার হয়েছে ঠিকই,কিনতু ওই দুষ্কৃতীদের এখনও ধরতে পারে যায়নি। কার্যতঃ ইতিমধ্যে হাওড়ার পুলিশ আধিকারিকদের জানানো হয়েছে, আগামীকাল হাওড়ার পুলিশ ও পুলিশ আধিকারিকরা বর্ধমান আছেন। তবে বর্ধমান পুলিশ রীতিমতো তদন্তে নেমেছে। চারিদিকে তল্লাশি চালানো হচ্ছে, এমনকি হোটেল, লজ,ছাড়া বীরভূম ও দুর্গা পুরের দিকে নাকা চেকিং করা হচ্ছে।