অবতক খবর , রাজীব মুখার্জী, হাওড়া :    রাজ্যে আজকে সম্পূর্ণ লকডাউন। হাওড়া জেলা জুড়ে সকাল থেকেই করা নজরদারি পুলিশ ও প্রশাসনের। আর একেই বলে প্রদীপের তলায় অন্ধকার। ঠিক তারই মাঝে হাওড়া গ্রামীন পুলিশের নাকের ডগায় সম্পূর্ণ ভিন্ন চিত্র।

এখানে দোকান খোলা রয়েছে। বিক্রিও হচ্ছে অন্যান্য দিনের মতোই। দোকানদার থেকে শুরু করে ক্রেতা কারোর মুখেই নেই মাস্ক। বিনা মাস্কেই দোকানের সামনে বসে চলছে আড্ডা। এই বিষয় নিয়ে প্রশ্ন করে তাদের দাবি পুলিশ প্রশাসন থেকে খোলার জন্যই বলা হয়েছে। এমনই দাবি এলাকার বাসিন্দাদেরও।

যেহেতু পুলিশের তরফ থেকেই দোকান খোলার কথা বলা হয়েছে তাই দোকান খোলা। সংবাদমাধ্যমের প্রতিনিধি দেখে একটু ইতস্তত বোধ করলেও পরক্ষণেই তারা জানান পুলিশের চাপ থাকায় দোকান খুলে রেখেছেন তারা।