অবতক খবর , রাজীব মুখার্জী, হাওড়া :-  সদ্যসমাপ্ত বিহার উপনির্বাচনে সরকার গড়েছে এনডিএ। নবনির্বাচিত সরকারের উপ মুখ্যমন্ত্রী হয়েছেন বিজেপি বিধায়ক রেনু দেবী। একদা সাঁতরাগাছির জগাছা নিবাসী রেনু দেবীর উপমুখ্যমন্ত্রী হওয়ার খবরে খুশির হাওয়া বব্বন প্রসাদ সিং এর পরিবারে। একসময়ের অন্তরঙ্গ বন্ধু আজ পড়শী রাজ্যে দ্বিতীয় সর্বোচ্চ প্রশাসনিক কেদারায় অসীন। ফলে স্বাভাবিকভাবেই আজ যেন অলিখিত উৎসব বব্বনের বাড়িতে। তিনি জানাচ্ছেন, এখানেই ছিল তার শ্বশুরবাড়ি।

বিয়ের পর থেকে দীর্ঘ বছর এই বাড়িতেই থাকতেন তিনি। বিহারের বেতিয়ার বাসিন্দা রেনু দেবীর সঙ্গে বিয়ে হয়েছিল জগাছার দুর্গা প্রসাদের। তৎকালীন পিয়ারলেস এর ফিল্ড অফিসার ছিলেন। জগাছার বাড়িতে তার সন্তান হয়।১৯৭৯ সালে দুর্গা প্রসাদ বাবুর মৃত্যু হয়।এরপর পিয়ারলেসের ফিল্ড অফিরারের লাইসেন্স ট্রান্সফার হয় রেনু দেবীর নামে।তিনি কাজ শুরু করেন জোরকদমে।দীর্ঘদিন কাজ করেন।কিন্তু পিয়ারলেস বন্ধ হয়ে যাবার সময় সমস্যায় পড়ে যান তিনি।এরপর ১৯৮৯ সাল নাগাদ তিনি বিহারে বাপের বাড়ি চলে যান।

 

সেখানে গিয়ে রাজনীতির সাথে যুক্ত হন।শ্বশুরবাড়ি দেখাশোনার দায়িত্ব দিয়ে যান পিয়ারলেসের আরও এক এজেন্ট ও ঘনিষ্ঠ বন্ধু ববন প্রসাদ সিং কে।মাঝে মধ্যে সপরিবারে হাওড়ার বাড়িতে আসেন রেনু দেবী।লকডাউনের ঠিক আগে এসেছেন এখানে।ববন প্রসাদ জানান,বিজেপির সক্রিয় কর্মী রেনু প্রসাদ।তাদের দুই পরিবারের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ।আসা যাওয়া কথা বার্তা প্রায়ই হয়।আজ খুব খুশী তারা।ববন প্রসাদ সিং এর ছেলে মনীশ কুমার সিং জানান, রেনু দেবী কে তিনি আন্টি বলে ডাকেন।খুব ভালো মানের মানুষ তিনি।দুই পরিবার একসাথে বেড়াতেও গেছেন।

আজ খুশির খবর পেয়ে শুভেচ্ছা জানানোর জন্য ফোন করলেও ফোনে পাওয়া যায়নি তাকে। সিং পরিবারের সদস্যরা জানান,তারা খুব শীঘ্রই তাদের দেখা হবে।ববন সিং এর পুত্রবধূ রিনা সিং জানান,একজন মহিলা হিসেবে তিনি চান বিহারের মহিলাদের জন্য ভালো কিছু করুক রেনু দেবী।কারন বিহারে পিছিয়ে পড়া মহিলা রয়েছেন অনেকেই।তারা আশাবাদী বিহারের আরও উন্নতির জন্য রেনু দেবী অনেক কাজ করবেন।