অবতক খবর সংবাদদাতা হাওড়া :: রাজ্য সরকারের পূর্ব ঘোষণা মতো আজ সকাল ৬ টা থেকে রাজ্যে শুরু হলো ষষ্ঠ ও এই মাসের দ্বিতীয় লকডাউন। গতকাল মুখ্যমন্ত্রী টুইট করে জানান শুধু শুক্রবার লকডাউন পালিত হবে।

শনিবারের লকডাউন তুলে নেওয়া হয়েছে। সকাল থেকেই জেলার সর্বত্র পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।

হাওড়া ব্রিজের উপরে নাকা চেকিং চলছে। রাস্তাঘাট শুনশান। হাওড়া স্টেশন সংলগ্ন এলাকা কার্যত জনমানবহীন। সম্ভবত এটাই রাজ্যের শেষ লকডাউন। এখনো পর্যন্ত নতুন লকডাউনের দিন ঘোষণা হয় নি রাজ্য সরকারের তরফ থেকে।