অবতক খবর ,রাজীব মুখার্জী , হাওড়া :-  এবার শিশুদের সুচিকিৎসার জন্য ছুটে যেতে হবে না কলকাতার কোনো শিশু হাসপাতালে।কারন হাওড়া শহরে চালু হলো জেলার প্রথম সম্পূর্ণভাবে শুধুমাত্র শিশুদের জন্য আধুনিক হাসপাতাল।

হাওড়া ময়দানে রেডক্রস সোসাইটির উদ্যোগে তৈরি হাওড়া চিলড্রেন হাসপাতাল নামে এই হাসপাতালের উদ্বোধন করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়।ছিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ বিশিস্ট শিশুরোগ বিশেষজ্ঞরা।

দীর্ঘদিন ধরেই হাওড়া জেলায় শিশুদের বিভিন্ন অসুখের সুচিকিৎসার একই ছাতার কোনো বন্দোবস্ত ছিল না।ভালো চিকিৎসার জন্য ছুটে যেতে হত কলকাতায়।বিশেষ করে দরিদ্র মানুষেরা খুবই সমস্যায় পড়তেন।

তাই সব কিছু মাথায় রেখে সম্পূর্ন শিশু হাসপাতাল তৈরী করার উদ্যোগ নেয় হাওড়া রেডক্রস সোসাইটি।বিশিষ্ট কয়েকজন শিশু রোগ বিশেষজ্ঞকে নিয়ে পরিকল্পনা বাস্তবায়িত করার কাজ শুরু হয়।

হাওড়া ময়দান রেডক্রস সোসাইটির জায়গায় হাসপাতাল তৈরির চিন্তাভাবনা শুরু হলেও অর্থের জন্য কাজ আটকে যায়।

তখনই এগিয়ে আসে রাজ্য সমবায় দপ্তর।হাসপাতাল তৈরি জন্য পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া হয়।এছাড়াও রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় ও সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় নিজেদের তহবিল থেকে মোট দশ লক্ষ টাকা দেন।তাছাড়া বহু মানুষ এই হাসপাতাল তৈরির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন।

বিশিষ্ট শিশু চিকিৎসক ডঃ সুজয় চক্রবর্তী জানান তিনতলা এই হাসপাতালে আউটডোর ও ইন্ডোর দুটি বিভাগ থাকছে।আপাতত কুড়িটি শয্যা থাকছে।এছাড়াও সদ্যজাত শিশুদের জটিল চিকিৎসার জন্য ইনটেনসিভ কেয়ার ইউনিট থাকছে।আউটডোর চিকিৎসা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

মাত্র সত্তর টাকায় আউটডোরে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে।রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় বলেন হাওড়ার মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল সম্পুর্ন শিশু হাসপাতাল।এই হাসপাতালে শিশুদের অস্ত্রপচারের ব্যবস্থা থাকছে।আগামীদিনে এই হাসপাতালকে আরো বড় করা হবে।জেলায় এই ধরনের আধুনিক শিশু হাসপাতাল তৈরি হওয়ায় খুশী শহরের মানুষ।