অবতক খবর , সুজিত , হুগলি :- আজ বাম কংগ্রেসের ডাকা ব্রিগেড সমাবেশ।এই সমাবেশ ঐতিহাসিক বলে দাবি দু দলের নেতৃত্বের।এই সমাবেশে যোগ দিতে গত রাত থেকেই আসতে শুরু করেছেন কর্মী সমর্থকরা।
আজ সকাল থেকে ট্রেনে হাওড়া স্টেশনে এসে লঞ্চে কিংবা পায়ে হেটে ব্রিগেডের উদ্যেশ্যে রওনা দেন তারা।হাওড়া জেলা থেকে মূল মিছিল হবে শুরু হবে এগারোটায়।
বাম নেতৃত্বের দাবী এবার এই সমাবেশ বুঝিয়ে দেবে তারা কতটা শক্তিশালী। আজকে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলা বিভিন্ন প্রান্ত থেকে হাজির হয়েছেন অগণিত মানুষ। বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে স্লোগানে মুখরিত হাওড়া স্টেশন সংলগ্ন অঞ্চল।