অবতক খবর,১১ আগস্ট,বাঁকুড়াঃ- হাজার হাজার ফেক সিমের ভিত্তিতে ই ওয়ালেট তৈরী করে দেশ জুড়ে প্রতারণা চক্রের পর্দা ফাঁস করলো বাঁকুড়া জেলা পুলিশ।

এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ছ’জনকে গ্রেফতার করে ৮,২৮২ টি বিভিন্ন কোম্পানীর মোবাইল সিম কার্ড, ৭ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ২৩ টি মোবাইল ফোন, ১ টি করে ল্যাপটপ, সি.পি.ইউ, মনিটর, হ্যাণ্ডিক্যাম ও নগদ দেড় লাখ টাকা সহ অন্যান্য সামগ্রী পুলিশ বাজেয়াপ্ত করেছে।

বুধবার জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার এক সাংবাদিক বৈঠকে এই খবর জানিয়ে বলেন, বিভিন্ন বেসরকারী মোবাইল সংস্থার কোম্পানীর কাছে জমা করা সিম কার্ডের কেনার নথি জালিয়াতি করে এই চক্র চালাতো এবং বেআইনীভাবে অর্থ আয়ের পথ খুঁজে বের করেছিল। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ মোট ছ’জনকে গ্রেফতার করেছে ও তাদের এদিন আদালতে তোলা হবে বলে তিনি জানান।

একই সঙ্গে তিনি জানান, এই অনলাইন প্রতারণা চক্রটি টেলিগ্রামের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে। ফেক মোবাইল নাম্বার ব্যবহার করে এই চক্রটি কাজ চালাচ্ছিল। উচ্চমানের প্রশিক্ষণ ছাড়া প্রত্যন্ত গ্রামে বসে এই প্রতারণা চক্র চালানো সম্ভব নয়। এই ঘটনায় গ্রেফতার হওয়া ছ’জন ছাড়া আরো অনেকে যুক্ত থাকতে পারে। তাদের খোঁজও চলছে। এছাড়াও এই ঘটনায় জামতাড়া গ্যাঙের যোগাযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।