অবতক খবর: হাড়োয়ার শালিপুরে বোমা বিস্ফোরণে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার দলেরই এক কর্মী। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ধৃতকে জেরা করে নিশ্চিত পুলিশ যে বোমা বাঁধতে গিয়েই মৃত্যু হয়েছে । যদিও গত সোমবার খুনের অভিযোগ তুলেছিল মৃত পরিতোষ মণ্ডলের পরিবার।

ধৃতকে জেরা করে পুলিশের দাবি, মত্ত অবস্থায় বোমা বাঁধার সময় বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে ৫ জন ছিল। বাকি ২ জন ফেরার। বিনা প্রতিদ্বন্দ্বিতায় শালিপুরের ওই বুথে তৃণমূল জিতলেও বোমা মজুত করা হচ্ছিল। বোমার মশলা ও বোমা তৈরির বরাত কে দিয়েছিল, তা জানার চেষ্টা চলছে। বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয় তৃণমূল কর্মী পরিতোষ মণ্ডলের। গুরুতর জখম আরেক তৃণমূল কর্মী নারায়ণ পালিত হাসপাতালে ভর্তি।

 

অন্যদিকে, ২৪ দিনে রাজ্যে ১৫ জনের মৃত্য়ু। তা সত্ত্বেও রাজ্য় নির্বাচন কমিশনের হিসেবে রাজ্য়জুড়ে ‘স্পর্শকাতর বুথ’-এর সংখ্য়া ১০ শতাংশের গণ্ডি পার করল না। সোমবার স্পর্শকাতর বুথের তালিকা আদালতে জমা দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত ভোটে মাত্র ৪ হাজার ৮৩৪ টি বুথ স্পর্শকাতর বলে হাইকোর্টে জানাল তারা, যা মোট বুথের মাত্র ৭.৮৪ শতাংশ।