অবতক খবর,২০ জানুয়ারি,বাঁকুড়া:- হাতির হানায় মৃত্যু হল এক ব্যাক্তির। মৃতের নাম ভবতোষ শীট বয়স আনুমানিক 70 বৎসর। বাড়ি বাঁকুড়ার ছাতনা ব্লকের ঝগড়াপুর গ্রামে। হাতির হানায় আহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে হল দুই।
স্থানীয় সূত্রে জানা গেছে সপ্তাহ খানেক আগে পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে বাঁকুড়ার সারেঙ্গার জঙ্গলে। তিনটি শাবক সহ ১০ টি হাতির ওই দল পথহারিয়ে দিশেহারা হয়ে গতকাল রাতে এসে পৌঁছায় বাঁকুড়া শহর লাগোয়া এলাকায়। এরপর আজ সকালে হাতির দলটি ছাতনা ব্লকের বাবু পাড়া গ্রাম লাগোয়া জঙ্গলে ঢুকে পড়ে।
এলাকায় হাতির দল প্রথমবার আসায় বহু মানুষ হাতি দেখতে জঙ্গলে ভিড় জমায়। অতি উৎসাহী মানুষের ভিড় সামাল দিতে বন দফতরের তরফে বারবার ঘোষণা করেও ঠেকানো গেল না প্রাণহানীর ঘটনা। জানা গেছে হাতির পালের হানায় এখনো পর্যন্ত এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো দুজন। আহতদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পাশাপাশি মৃতদেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে।