হাতের গল্প
তমাল সাহা

একদিন এ দুটি হাত ছিল
কিশোর কিশোরীর
তখন সবে রোদ উঠেছিল।

একদিন এ হাত দুটি ছিল
তরুণ তরুণীর
ছিল অন্যভাবে ধরা
তখন রোদের অন্য রঙ ছিল।

একদিন এ হাত দুটি প্রবীণ হলো
পরস্পর ঋদ্ধ হলো
তখন রোদের গৈরিক চলাফেরা।

এখন হাত দুটি পরস্পর নির্ভরশীল
নৈকট্যের অনেক কাছাকাছি।
কে আগে যাবে,কে পরে যাবে
চলছে জীবন মঞ্চের খেলা।
আকাশ সেজেছে অনন্য রোদে
আহা, অপরূপ সূর্যাস্ত বেলা!