অবতক খবর,২১ সেপ্টেম্বর: টানা ২৪ বছর ধরে হাতে-কলমে দূর্গা পুজোর প্রশিক্ষণ শিবির চলছে শ্যামননগর রাহুতা পোড়াকালিতলায়। সেখানকার উত্তর প্রান্তিক সংস্কৃত শিক্ষা প্রচার সমস্থান নামক টোলেই পূরোহিতদের জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। শনিবার থেকে চালু হল সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ শিবির।

যদিও নতুন প্রজন্ম হাতে-কলমে শিক্ষা থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। ঘরে বসেই সামাজিক মাধ্যম ফেসবুক, ইউটিউব ঘেঁটে মন্ত্রপাঠ রপ্ত করে নিচ্ছেন। ফলে ক্রমশ ভিড় কমছে টোলগুলোতে। উত্তর প্রান্তিক সংস্কৃত শিক্ষা প্রচার সমস্থানের অধ্যক্ষ সোমনাথ শাস্ত্রী বলেন, নিয়ম বিধি ও সঠিক মন্ত্র উচ্চারনের জন্য হাতে-কলমে প্রশিক্ষণ নেওয়া দরকার।

ফেসবুক কিংবা ইউটিউব থেকে মন্ত্র শুনে কখনই পূজা পাঠ করা সম্ভব নয়। নতুন প্রজন্মের ব্রাহ্মণ সমাজকে প্রশিক্ষণ নিয়েই তিনি পূজার্চনা করার পরামর্শ দিলেন।