অবতক খবর,১৪ ডিসেম্বর: হাতে রয়েছে রেশন কার্ড। কিন্তু রেশন পাচ্ছেন না গ্রাহক। এমনই অভিযোগ উঠল নদীয়ার শান্তিপুরে বেলের মাঠ এলাকার এক পরিবারের। কৌশিক সরকার নামে ওই অভিযোগকারী জানান, এতদিন তার মা রেশন কার্ড নিয়ে রেশন আনতে গেলে রেশন পাচ্ছিলেন। কিন্তু গত মাস থেকে তিনি রেশন আনতে গেলে তাকে রেশন দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন রেশন ডিলার।

কৌশিক বাবু তার কারণ জানতে চাইলে,কারণ স্বরূপ রেশন ডিলার বলেন যে আপনার কার্ড দুটি ডেথ হয়ে গেছে। অর্থাৎ যখন কেউ মারা যান তখন সেই কার্ড জমা দিয়ে দিলে কার্ডটি ডেথ হয়ে যায়।

কিন্তু এক্ষেত্রে কৌশিক বাবু এবং তার মা দুজনেই জীবিত রয়েছেন।
এ বিষয়ে কৌশিক বাবু ফুড সাপ্লাই অফিসারের সঙ্গে কথা বললে, তিনি বলেন, কেওয়াইসি জমা দিলে সেই কার্ড পুনরায় চালু হয়ে যাবে। এক্ষেত্রে কৌশিক বাবু কেওয়াইসি জমা দিলেও সেই কার্ড কিন্তু চালু হয়নি।
এদিকে এ বিষয়ে মুখ খুলতে নারাজ ফুড সাপ্লাই অফিসার অফিসার।

কিভাবে এই কার্ড ডেথ হল? এর পূর্ণাঙ্গ তদন্ত চান কৌশিক বাবু। সেই সঙ্গে তাদের কার্ড যেন দ্রুত চালু হয়ে যায় সেই দাবি জানিয়েছেন তিনি।