অবতক খবর, মলয় দে নদীয়া :-পেটের টানে নষ্ট হয় অনেক প্রতিভা। তবে এ পেটের টানে আঁকা হয় অসাধারন শিল্পকর্ম। নাদিয়ার চাপড়া বড় আন্দুলিয়ার বাসিন্দা তুহিন মন্ডল ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তার পেট দিয়ে ছবি আঁকা প্রসংশিত হয়েছে বিভিন্ন টিভির দৌলতে তার এই কৃতি সম্প্রচার হয়েছে লক ডাউনের আগে বিভিন্ন জায়গায় ডাক আসলেও তা যাওয়া হয়ে ওঠেনি তাই বাড়িতে বসেই চলছে তার অনুশীলন ।
রবীন্দ্রনাথ এর মৃত্যু দিনে যেমন রবীন্দ্র নাথ ঠাকুরের ছবি এঁকেছিলেন পাশাপাশি পেট দিয়ে প্রকৃতি ছবি আঁকছে এছাড়া হাতে ছবি আঁকা শিশির মধ্যে ছবি আঁকা তো আছেই তার এমন ধরনের কৃতি সকলের কাছে আলাদা মাত্রা পেয়েছে তার এমন ধরনের অঙ্কন প্রশংসা যেমন পাচ্ছে পাশাপাশি অন্যদের অনুপ্রেরণা যোগাচ্ছে।
এমন ধরণের আরও ভালো কিছু করার পরিকল্পনা রয়েছে আগামীদিন l