অবতক খবর,সংবাদদাতা , ৪ঠা মে :: হাথুড়ে ডাক্তারের গাফিলতি তে মৃত্যু হল এক ছাত্রীর । লকডাউনের আগে মিনাখা থেকে ভাঙড়ে মামারবাড়ি এসেছিল এক কিশোরী।খেলতে গিয়ে পড়ে তার হাত ভাঙে যায় ।ভাঙড়ের এক হাতুড়ে ডাক্তারের কাছে গেলে সে হাতে প্লাস্টার করে দেয়। সেই তাকে দেখছিলো। অভিযোগ ঠিকমতো হাত প্ল্যাস্টার না হওয়ায় গত দশদিন ধরে ব্যথা, যন্ত্রনায় কাতর ছিল ওই কিশোরী।
একই সাথে তার জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়।সোমবার সকালে মেয়েটির শারীরিক অবস্থা খারাপ হলে মামারবাড়ির লোকেরা নলমুড়ি ব্লক প্রথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন । চিকিৎসকদের দাবি, ঠিকমত প্ল্যাস্টার না হওয়ায় তার হাতে সংক্রমন ছাড়িয়ে পড়েছিল।তবে তার জ্বর ও স্বাস কষ্টের উপসর্গ দেখে করোনার সংক্রামণের সন্দেহ করছেন স্থানীয়রা।মৃত দেহ ময়নাতদন্তে পাঠিয়েছেন চিকিৎসক। পুলিশ কে খবর দেয়া হয়েছে।