অবতক খবর,৭ জানুয়ারি: গঙ্গার পরিশ্রুত ও পানীয় জল এবার হাবড়ার ঘরে ঘরে।
গঙ্গার পরিশ্রুত পানীয় জল সাধারণ মানুষের ঘরে পৌঁছে দিতে উদ্যোগী হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূচনা হয়েছিল অশোকনগর হাবরা গাইঘাটা পানীয় জল প্রকল্পের নামে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধারণ মানুষের বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার কথা বলেন, সেইমতো রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অতি দ্রুততার সঙ্গে তার বিধানসভা এলাকায় কাজ শুরু করে। হাবরা পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে, বৃহস্পতিবার থেকে বাড়িতে বাড়িতে পরিশ্রুত পানীয় জলেরকানেকশন দেওয়ার কাজ শুরু হলো।
হাবরা পৌরসভার 45000 মানুষের বাড়িতে আগামী তিন মাসের মধ্যে এই কানেকশন দেওয়ার কাজ শেষ হবে। বৃহস্পতিবার 6 নম্বর ওয়ার্ডের মৃণালকান্তি বণিকের বাড়িতে প্রথম পরিশ্রুত পানীয় জল এর কানেকশন দেওয়ার কাজ শুরু করে পৌরসভা। এদিন হাবরা পৌরসভার মুখ্য প্রশাসক নারায়ন চন্দ্র সাহা ও সহ মুখ্য প্রশাসক তারক নাথ দাস উপস্থিতে পরিস্রুত পানীয় জলের কানেকশন দেওয়ার কাজ শুরু হয়। এছাড়াও পৌরসভার পি এইচ ও দপ্তরের আধিকারিকরা এদিন ছিলেন।
হাবরা পৌরসভার মুখ্য পৌর প্রশাসক নারায়ণ চন্দ্র সাহা জানায় বিনা পয়সায় সাধারণ মানুষের ঘরে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেবে রাজ্য সরকারের মাধ্যমে হাবরা পৌরসভা। আগামী তিন মাসের মধ্যে এই কাজ সম্পন্ন হবে। ইতিমধ্যেই 90% কাজ শেষ হয়ে গেছে।
সহ মুখ্য পৌর প্রশাসক তারক নাথ দাস জানায় এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনা পয়সায় সাধারন মানুষের ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জলের ঘোষণা করেছিলেন সেই মতই আগামী দিনে বিনা পয়সায় পরিশ্রুত পানীয় জল পাবেন সাধারণ মানুষ।