নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মদিবসে অবতকের শ্রদ্ধা

হায়! সুভাষ
-তমাল সাহা

আজ শুরু হবে যাত্রাপালা।
কত নেতা নোংরা হাতে
তোমায় পরাবে মালা।

আরো কতো নোংরা হাত
জাতীয় পতাকার নিচে
সাজাবে তোমার সেই ছবি বিশাল—
সামরিক পোশাকে অভিবাদন।
ক্ষোভে বিদীর্ণ তোমার বুক, বাজবে তখন
প্রৌঢ়া স্বাধীনতার নীরব ক্রন্দন।

এই নোংরা হাতের কাছে
এখন দেশ পণ্য–
দেশ বিক্রির বিপুল আয়োজন।
তুমি তো রক্ত চেয়েছিলে
তাতে ছিল শুধু দেশরক্ষার পণ।

আজ লোকদেখানো গর্জনে
কেঁপে উঠবে আকাশ বাতাস–
জয়হিন্দ! জয়তু সুভাষ!
ফিরে এসো সুভাষ!