অবতক খবর,২৮ জুন: ডিজিটালের যুগে মুঠোফোন মানুষের অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পরেছে ।সাধারণ মানুষ এই মুঠোফোনের ব্যবহারের মাধ্যমে অনলাইন পড়াশোনা,কুশল সহ দুঃসংবাদের বার্তা প্রেরণ করার কাজ হচ্ছে।

শুক্রবার সন্ধ্যায় নৈহাটি জিআরপির উদ্যোগে ৪০ জন ট্রেনযাত্রীদের বিভিন্ন কারণে হারিয়ে যাওয়া মোবাইল ফোন অতি অল্প সময়ের মধ্যে উদ্ধার করে প্রাপকদের হাতে ফিরিয়ে দেওয়া হল। আর এই মোবাইল ফোনপ্রাপকদের ফিরিয়ে দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএস আরপি (রানাঘাট)জোসেফ কুজুর, ইন্সপেক্টর ইনচার্জ ইন্দ্রজিৎ ভক্তসহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ।

মোবাইল প্রাপকেরা তাদের হাতে জিআরপির তরফে অল্প সময়ের মধ্যে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দেওয়ায় বেজায় খুশি। তার পাশাপাশি নৈহাটি জিআরপির পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাতেও ভুললেন না।