অবতক খবর,১ ডিসেম্বর: এবার হালিশহরবাসীদের জন্য সুখবর! আগামীকাল অর্থাৎ ২রা ডিসেম্বর বিকেল ৫টার পর হালিশহর হতে চলেছে ডিজিটাল হালিশহর। কি,অবাক লাগছে তাই না!

ঠিকই শুনেছেন। হালিশহর পৌরসভা শহরবাসীকে উপহার দিতে চলেছে ডিজিটাল হালিশহর।

প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর রাজু সাহানি শহরের রূপরেখাই পাল্টে ফেলেছেন। একের পর এক উন্নয়নমূলক কাজ তিনি করে চলেছেন। এতদিন হালিশহর পৌরাঞ্চলে যে সমস্ত কাজ আটকে ছিল তা সবই প্রায় করে ফেলেছেন তিনি। রাজপথ থেকে শুরু করে অলিগলিতে সুন্দর রাস্তা,আলো,জল সহ অন্যান্য পরিষেবা দিতে তিনি প্রায় ২৪ ঘন্টাই কাজ করে চলেছেন। মানুষের সকল অভাব অভিযোগ কাটিয়ে তিনি এখন সকলের নয়নমণি।

গোটা হালিশহরে মোট ছ’টি টোটোর ব্যবস্থা করেছেন তিনি,যা বাড়ি বাড়ি গিয়ে নোংরা, আবর্জনা তুলে নিয়ে আসবে। এর পাশাপাশি নিজে দাঁড়িয়ে থেকে রাস্তার কাজ, বিভিন্ন ঘাট সংস্কারের কাজ দায়িত্ব সহকারে তদারকি করেছেন। অভিযোগ পাওয়া মাত্রই তিনি সেটাকে গুরুত্ব দিয়েছেন এবং দ্রুত সমাধানের চেষ্টা করেছেন।

কিন্তু এ প্রসঙ্গে যখন তাঁর সাথে কথা বলা হয়,তখন তিনি বলেন,”একার দ্বারা কোনকিছু সম্ভব নয়। আমি যা করছি তার পুরো কৃতিত্বই বীজপুর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সুবোধ অধিকারীর। তিনি সহযোগিতা করেছেন বলেই এতকিছু সম্ভব হয়েছে। তিনি পাশে রয়েছেন বলেই আমরা, এখানে আমি বলবা না,আমরা হালিশহরকে নতুনভাবে সাজাতে পেরেছি।”

হালিশহর কোনা মোড় থেকে নৈহাটির দিকে যেতে রাস্তায় নীলসাদা আরো দেখে বোঝাই যাচ্ছে যে হালিশহর নতুন রূপ পেয়েছে। এছাড়াও অঞ্চলে বসেছে সিসিটিভি ক্যামেরা। নতুন ড্রেন তৈরি হয়েছে, সংস্কার করা হয়েছে পুরনো বড় ড্রেন গুলি। যে প্রসাদ নগরে প্রায় সারাবছর হাঁটু জলে ভেসে যেত সেই প্রসাদ নগরের চিত্র পাল্টে গেছে। ছট্ ঘাটগুলি ফিরে পেয়েছে নবরূপ। হালিশহর চাঁদনি ঘাট যেভাবে সাজানো হয়েছে তা দেখে মানুষ সত্যিই খুব খুশি।

আর পৌর প্রশাসক রাজু সাহানি এর পুরো কৃতিত্বই দিয়েছেন সুবোধ অধিকারীকে।

মানুষ এখন খুব ব্যস্ত। আর এই ব্যস্ত জীবনে মানুষের সময় খুব কম। তাই শহরবাসীর কথা ভেবে এবার হতে চলেছে ডিজিটাল হালিশহর। “বাংলার গর্ব হালিশহর মিউনিসিপ্যালিটি” নামক একটি অ্যাপ্লিকেশন আনা হয়েছে। যেখানে পৌরসভার যাবতীয় কাজ ঘরে বসেই করা যাবে। অর্থাৎ ইলেকট্রিক বিল, ট্যাক্স,জলের বিল বা কোন অভিযোগ জানাতে হলে এবার আপনি ঘরে বসেই তা করতে পারবেন। তাই এবার এই অ্যাপ্লিকেশনটি আপনি ফোনে ডাউনলোড করে নিন। যা থেকে এবার আপনি ঘরে বসেই পৌরসভার যাবতীয় তথ্য এবং কাজ করতে পারবে।

এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে যে বিভাগে যা অভিযোগ আসবে তা অতি দ্রুত সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন পৌর প্রশাসক রাজু সাহানি।

আগামী ২রা ডিসেম্বর বিকেল ৫টায় হালিশহর লোকসংস্কৃতি ভবনে এই অ্যাপ্লিকেশনটির শুভ উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধন করবেন নৈহাটি বিধায়ক পার্থ ভৌমিক ও বীজপুর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সুবোধ অধিকারী।

অবতক-এর মাধ্যমে হালিশহর পৌরসভার পৌর প্রশাসক রাজু সাহানি শহরবাসীকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ করেছেন।

তিনি বলেন,”আপনারা আসুন। বিষয়টি বুঝুন। এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা কি কি পরিষেবা পেতে পারেন তা এই অনুষ্ঠানে আপনারা জানতে পারবেন। পরিশেষে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ডাউনলোড করুন। হালিশহর পৌরসভা সবসময় নাগরিক সেবায় নিযুক্ত আছে এবং থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং সহযোগিতায় এই সকল কাজ হয়ে চলেছে। হালিশহর বাংলার গর্ব।”