অবতক খবর,১৮ ফেব্রুয়ারি: হালিশহরের চেয়ারম্যান হবে কে? তৃণমূল দল ধরেই নিয়েছে তারা বোর্ড গঠন করবেই। বিরোধীরাও ধরে নিয়েছে যে,তারা বোর্ড দখল করতে পারবে না। ফলত, এবারও হালিশহর পৌরসভার তৃণমূলের দখলে থেকে যাবে।

হালিশহরের প্রাক্তন পৌর প্রশাসক রাজু সাহানী তিনি ইতিমধ্যেই ভোটে জিতে গিয়েছেন। কারণ সেখানে অর্থাৎ ২০ নং ওয়ার্ডে তিনি ছাড়া আর কোন প্রার্থী নেই। কিন্তু এবার রাজু সাহানী চেয়ারম্যান হতে পারবেন কিনা এ বিষয়ে সন্দেহ রয়েছে। ‌এ অঞ্চলে এবার আরো দুজন নেতৃত্ব পৌর প্রধানের দাবিদার রয়েছেন। হালিশহরের অন্যতম উল্লেখযোগ্য ব্যক্তিত্ব রয়েছেন প্রবীর সরকার। অন্যদিকে বিতর্কিত কাউন্সিলর হিসেবে রয়েছেন মৃত্যুঞ্জয় দাস,প্রণব লোহ। ফলত এখানে দলীয় প্রাধান্য যার কিংবা নেতৃত্বের প্রভাব যার উপর আছে, তিনি পৌরপ্রধান পদটি অর্জন করবেন।

 

বিভিন্ন রাজনৈতিক কারণে এবং পরিষেবা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যে বিবাদ শুরু হয়েছে তাতে মনে হচ্ছে যে,রাজু সাহানী এবার আর ওই পদটি অর্জন করতে পারবেন না।