অবতক খবর,৭ ফেব্রুয়ারি: আজ হালিশহরের বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত হল এনআরসি,এনপিআর এবং সিএএ-এর প্রতিবাদে পথসভা। বাগমোড়,ডানলপ ঘাট,বলদেঘাটা সহ হালিশহর বিস্তীর্ণ অঞ্চলে এইরকম পথসভা আয়োজন করে তৃণমূল।
সেখানে দেখা যায় হালিশহরের বিভিন্ন দাপুটে নেতাদের। তারা কেন্দ্রীয় সরকারের এই সকল আইনের বিরোধিতা করে বক্তব্য রাখেন। তারা প্রত্যেকেই বলেন,এই আন্দোলন চালিয়ে যেতে হবে। কারণ কোনভাবেই পশ্চিমবঙ্গে এইসকল আইন লাগু হতে দেওয়া যাবে না।