আজ বিকেল ৫টা নাগাদ হালিশহর ৮ নম্বর নবনগর পোস্ট অফিস সংলগ্ন অঞ্চলে বিজেপি কর্মীরা এনআরসি নিয়ে বাড়ি বাড়ি প্রচার চালাতে যায়।ঠিক সেই সময় শাসকদলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হয় বিজেপি কর্মীদের। এমনই অভিযোগ করছেন হালিশহর মন্ডল সভাপতি বিশ্বনাথ ধর ও বিজেপি কর্মীরা। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী। তারা অভিযোগ করেছেন বিজেপি কর্মীদের মাটিতে ফেলে এলোপাথাড়ি মারা হয়েছে। এমনকি মহিলারাও নিস্তার পাননি। বিশ্বনাথ ধর,রাজা দত্ত সহ অন্যান্য বিজেপি কর্মীরা সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছেন। অন্যদিকে বিশ্বনাথ ধর জানান,’এ বিষয়ে আমরা উচ্চ নেতৃত্বকে জানাবো এবং ঘটনা সম্পর্কে অনলাইন এফআইআর করা হবে।’ এর কারণ হিসেবে তিনি বলেন, ‘পুলিশ তৃণমূলের দলদাস। বিগত কয়েকটি ঘটনাতে দেখা গেছে তৃণমূলের দোষ থাকা সত্ত্বেও পুলিশ বিজেপি কর্মীদের উপর লাঠিচার্জ করেছে। সুতরাং এই তৃণমূলের পুলিশকে আমরা কোনভাবেই মেনে নিতে পারছি না।’ অন্যদিকে ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসে বীজপুর থানার পুলিশ। এই ঘটনায় তিনজন মহিলাসহ ৫ জন যুবক আহত হয়েছে। এই ঘটনা সম্পর্কে তৃণমূলের নেতৃবৃন্দ জানিয়েছেন,এটি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। অন্যদিকে এ বিষয়ে তৃণমূল নেতা সুজিত দাসকে প্রশ্ন করা হলে তিনি এই অভিযো সরাসরি অস্বীকার করেন এবং বলেন,’এটি সম্পূর্ণ বিজেপির চক্রান্ত। তারাই পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে। তৃণমূল হিংসার রাজনীতি করে না। বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে।’