অবতক খবর,৪ সেপ্টেম্বরঃ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর ছেলে তথা রাজ্যের ক্রীড়া মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন সনাতন ধর্মের সাথে ডেঙ্গু, ম্যালেরিয়া এবং করোনার তুলনা করা নিয়ে তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন প্রতিমন্ত্রী স্বাধ্বী নিরঞ্জন জ্যোতি। তিনি বলেন যিনি সংবিধানের শপথ নিয়ে মন্ত্রী হয়েছেন তার মুখে এইরকম ধরনের মন্তব্য করেছেন। মমতা দিদি কোন না কোন মন্দিরে নিশ্চয়ই যান। আমি যারা নকল ব্রাহ্মণ তাদেরকে জিজ্ঞাসা করতে চাই? হিন্দু ধর্মকে অপমান করা মানুষদের কাছ থেকে আমি জানতে চাই হিন্দু ধর্ম কোন পোড়া ছাই নয় যে উড়ে যাবে। হিন্দু ধর্ম, ওই ধর্ম যেটা ভারতের মানুষের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। হিন্দু ধর্ম কখনো ভাঙার কথা বলে না। আমাদের নীতিই হল এই জগতের সকলেই আমরা একই পরিবারের সদস্য। সনাতন ধর্মের উপর যারা বারবার আঘাত আনছে তাদের জানা উচিত যে এই দেশে মুঘলরা শাসন করেছিল, ঈশাইরা শাসন করেছিল, ১২০০ বছর পড়া গোলাম থাকার পরেও হিন্দু ধর্মকে কেউ বিলীন করে দিতে পারেনি। আমি মমতা ব্যানার্জির কাছে এটাই চাইবো যে উনি কি উদায়নিধির বক্তব্যকে সমর্থন করবেন নাকি বিরোধিতা করবেন।

কেন্দ্রীয় মন্ত্রী হালিশহরে শ্রী শ্রী রামপ্রসাদ প্রসাদ স্মৃতি মন্দিরে এসে কেন্দ্রীয় মন্ত্রী জানান এটা উদয়নীতির ব্যক্তিগত বক্তব্য নয় তিনি একজন সাংবাদেন সাংবিধানিক পদে রয়েছেন যদি ব্যক্তিগতই হয় তবে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী মমতা ব্যানার্জির এসে বলা উচিত যে ওটা ওর ব্যক্তিগত মন্তব্য।