অবতক খবর,৩১ জুলাই: হালিশহর ২ নং ওয়ার্ডে আজ এক বিকলাঙ্গ ব্যক্তি অসুস্থতার কারণে মারা যান। কিন্তু মৃতদেহ সৎকারের সামর্থ্যটুকুও ছিল না এই পরিবারের। অন্যদিকে এই করোনা আবহে দুঃস্থ এই পরিবারের পাশে ছিল না কেউই।
দীর্ঘক্ষণ মৃতদেহ বাড়িতেই পড়ে থাকে। অবশেষে খবর যায় স্থানীয় তৃণমূল নেতা চন্দ্রোদয় চক্রবর্তীর কাছে। তিনি সাথে সাথেই ছুটে আসেন এবং শবদাহের গাড়ি থেকে দাহ পর্যন্ত যাবতীয় ব্যবস্থা করে দেন নিজে দাঁড়িয়ে থেকে। আর তাঁর সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেন হালিশহর পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর মেম্বার মৃত্যুঞ্জয় দাস, বাগমোড় সৃজনের সদস্য মৃণাল চক্রবর্তী,বাপি দাস,বাবুলাল রায় এবং বাবলা পাল।
এদিকে চন্দ্রোদয় বাবুর এই মহৎ কার্য গোটা হালিশহরে আলোড়ন এবং এক নজির সৃষ্টি করেছে।