অবতক খবর,২৮ অক্টোবরঃ ২৭ অক্টোবর রাত দশটা নাগাদ হালিশহর তেঁতুলতলা সংলগ্ন দলীয় কার্যালয়ে বসেছিলেন ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস (শিবা)। তাঁর অভিযোগ, হঠাৎই উক্ত ওয়ার্ডের তৃণমূল নেতা দেবাশীষ পাল ওরফে লাল্টু তাঁকে হেনস্থা করে,হুমকি দেয় এবং গালিগালাজ করে। এরপর সেখান থেকে অভিযুক্ত চলে যায়।
অন্যদিকে ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছান জেলা নেতা শুভ্রাংশু রায়।
তিনি বলেন,যে বা যারা এই কাজ করেছে তারা নিশ্চিত শাস্তি পাবে। প্রশাসন প্রশাসনের কাজ করবে। শুধু ধৈর্য্য রাখুন,দল এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে।
অপরদিকে অভিযুক্ত তৃণমূল নেতা দেবাশীষ পাল ওরফে লাল্টু গোটা ঘটনা অস্বীকার করে বলেন,শিবা দা যে সমস্ত কথা বলছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। সামান্য কথা কাটাকাটি হয়েছিল। আর এই সামান্য ব্যাপারকে ফলাও করে দেখানো হচ্ছে।
এই ঘটনার পর শহরবাসী বলছেন, একই দলের দুই নেতার মধ্যে গন্ডগোল, প্রকাশ্যে শুরু হয়ে গেল গোষ্ঠীবাজি। কারণ এই লাল্টু পাল অধিকারী পরিবারের দিকে বেশি ঝুঁকে রাজনীতি করেন। অন্যদিকে মৃত্যুঞ্জয় দাস (শিবা)র ঘনিষ্ঠতা রয়েছে শুভ্রাংশু রায়ের সাথে।
আর এই নিয়েই এবার বীজপুরে প্রকাশ্যে শুরু হয়ে গেল গোষ্ঠীদ্বন্দ্ব।