অবতক,২৪ ফেব্রুয়ারিঃ যত হামলা করো সব সামলে নেবো/চ্যালেঞ্জ তোমায় যদি মারতে পারো কাল যে গুণ্ডারা আক্রমণ করেছিল হালিশহরে সিনেমা অফ রেজিট্যান্স-র চলচ্চিত্র প্রদর্শনী’র উপর তারা তাদের পরিচয় দেয় নি, শুধু বলেছিল “আমরা মানুষ’। গণতান্ত্রিক -সাংস্কৃতিক আন্দোলনের উপর এই আক্রমণের বিরুদ্ধে আজ স্থানীয় সংগঠনগুলির পক্ষ থেকে হালিশহর থেকে সরকার বাজার পর্যন্ত প্রতিবাদ মিছিল প্রমাণ করলো “আমিও মানুষ তুমিও মানুষ তফাত শুধু শিরদাঁড়ায়”।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বীজপুর এ.পি.ডি আর, নৈহাটি সায়েন্স ক্লাব,হালিশহর বিজ্ঞান পরিষদ, হালিশহর বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি,কাঁচড়াপাড়া বিজ্ঞান দরবার, নৈহাটি অগ্নিবীণা, আইসা,পশ্চিমবঙ্গ গণসাংস্কৃতিক পরিষদ, প্রভৃতি সংগঠন।প্রতিবাদ মিছিলের উদ্যোক্তা ছিলেন হালিশহর সাংস্কৃতিক সংস্থাএবং দাস পাড়া নির্মাণ শ্রমিক সংগঠন। উদ্যোক্তারা জানান,এইভাবেই একসাথে কাঁধে কাঁধ মিলিয়েই তারা প্রতিরোধ গড়ে তুলবেন।