অবতক খবর,২২ জুন: হালিশহর ডাউন প্লাটফর্ম সংলগ্ন বিতর্কিত রাস্তাটি মেরামতির কাজ শুরু করে দিল রেল দপ্তর। জেঠিয়া গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান অশোক দাস রেল আধিকারিকদের সঙ্গে এই নিয়ে আলোচনায় বসেন এবং তিনি আল্টিমেটাম দিয়ে দেন যে,যদি এই রাস্তা মেরামতিতে রেল দপ্তর দ্রুত হস্তক্ষেপ না করে তবে তারা এখানে রেল অবরোধ এবং যে থার্ড লাইন চালু হতে চলেছে, এই মেইন লাইনে সেটি এলাকাবাসীরা মিলে বিক্ষোভ প্রদর্শন করে সেই লাইনের নির্মাণকার্য বন্ধ করে দেবেন। ‌শেষ পর্যন্ত তাদের এই চরম বিক্ষোভের কাছে নত হন রেল কর্তৃপক্ষ এবং তারা বলেন যে,তারা এই কাজ শুরু করে দেবেন।

আজ ২২ জুন থেকে সেই কাজ শুরু করবেন বলে প্রতিশ্রুতি দেন। এখন দেখা যাক রেল কর্তৃপক্ষ জনসাধারণের চলাচলের ব্যাপারে গুরুত্ব দেন কিনা এবং জনস্বার্থ উপলব্ধি করেন কিনা।

আমরা সরেজমিন তদন্তে দেখেছি, ওই রাস্তার এমনই ভয়াবহ অবস্থা যে, সাধারণভাবেই সেই রাস্তায় চলাচলের যোগ্য নয়। যখন বর্ষা আসে বা দু-এক পশলা বৃষ্টি হয় সেখান দিয়ে যাতায়াত করা দুঃসাধ্য হয়ে পড়ে। সুতরাং এলাকাবাসীদের এই বিক্ষোভের যথার্থ কারণ রয়েছে।
রেল কর্তৃপক্ষের আরো আগে এই কাজে হস্তক্ষেপ করা উচিত ছিল বলে এলাকাবাসীরা বলছেন। তারা এও জানান যদি রেল কর্তৃপক্ষ এই কাজ দ্রুত সমাপ্ত করেন তবে এলাকাবাসীরা রেল কর্তৃপক্ষকে আলাদাভাবে ধন্যবাদ জ্ঞাপন করবেন।