অবতক খবর,১৫ ফেব্রুয়ারী : বাড়ির স্কুল থেকে ছোট ছেলেকে আনতে গিয়েছিল পরিবার। মাঝপথেই খবর যায় বাড়িতে আগুন লাগার খবর। ঘটনাটি ঘটেছে হালিশহর পৌরসভার ১৩ নম্বর কোনা কবিরাজ পাড়ার জিতেন্দ্র দাসের বাড়িতে আচমকাই আগুনে পুড়ে গিয়ে বাড়ির এসি, টিভি , সেলাই মেশিন সমেত সমস্ত কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।
জিতেন্দ্র দাসের স্ত্রী তখন ঘটনাস্থলে ছিলেন না। তার ছোট ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন। খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন ওয়ার্ড কাউন্সিলার বিশ্বজিৎ পাল। তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা আগুনে নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়েই দমকলের একটি ইঞ্জিন এসে উপস্থিত হয়।
বাড়িতে কেউ না থাকাতেই প্রানহানির মত ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে উপস্থিত কাউন্সিলর বিশ্বজিৎ পাল ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার বার্তা দেন।