অবতক খবর,২৯ মার্চ:  মদ,জুয়া,সাট্টার প্রতিবাদ বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেবার আভিযোগ হালিশহর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পৌরপিতা মৃত্যুঞ্জয় দাসের সাথে থাকা সুরোজিত ঘোষ ওরফে বুম্বার ও তার দল বলের বিরুদ্ধে।


হালিশহর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বারুইপাড়া নবজীবন সংঘ ক্লাবের ভেতরের দীর্ঘ দিন ধরেই নানা রকম অসামাজিক কাজ চলত এমনটাই অভিযোগ এলাকার বাসিন্দাদের আর এই কাজ করত সুরোজিত ঘোষ। আর এই সুরোজিত চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৃত্যুঞ্জন দাসের ঘনিষ্ঠ।

এলাকার বাসিন্দাদের অভিযোগ এই জুয়ার টাকা মৃত্যুঞ্জয় দাসের কাছে পৌছেয়েত। তারই প্রতিবাদ করায় সুভম দাস কে ব্যাপক মারধর করা হয় বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। ব্ল্টে দিয়েও তাকে মারা হয়, এই ব্যাপারে হালিশহর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

যদিও হালিশহর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর সরকারের দাবি এর সঙ্গে দলের কোনো যোগ নেই। যদিও বুম্বা কে তিনি চেনেন।
ওই এলাকায় মহিলারা ক্লাবের তালা মেরে দেন। অপরদিকে চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মৃত্যুন্জয় দাস জানান তার বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে তিনি বলেন তাকে ম্যালাইন করার চেষ্টা করা হচ্ছে।