অবতক খবর : এক শিশুর মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো হালিশহর রামপ্রসাদ গঙ্গার ঘাট সংলগ্ন এলাকায়। আজ দুপুর পৌনে দুটো নাগাদ কিছু স্কুলছাত্র সরস্বতী পুজোর জন্য গঙ্গার ঘাটে মাটি নিতে আসে। কিন্তু সেই সময় হঠাৎই তাদের চোখে পড়ে ওই শিশুর পচাগলা মৃতদেহটি। এরপরই চাঞ্চল্য ছড়ায়,ছুটে আসে এলাকার মানুষ। স্থানীয়রা খবর দেয় বীজপুর থানায়। ঘটনাস্থলে পুলিশ আসে এবং শিশুর দেহটি উদ্ধার করে নিয়ে যায়। কোথা থেকে দেওয়া শিশুর দেহটি ভেসে এসেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ।
আপাতভাবে পুলিশ মনে করছে শিশুর মৃতদেহটি জোয়ারের জলে ভেসে এসেছিল এবং ভাটা পড়তেই গঙ্গার পাড়ে আটকে যায় দেহটি। অন্যদিকে এই ঘটনার খবর পেয়েই হালিশহর উৎসব থেকে ছুটে আসেন তৃণমূলের সক্রিয় কর্মী চন্দ্রোদয় চক্রবর্তী। দেখা যায় তিনি এসে নিজের হাতে করে শিশুর মৃতদেহটি পুলিশ ভ্যানে তুলে দেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এই দৃশ্য চোখে দেখা যাচ্ছে না। সম্ভবত জোয়ারের জলে ভাসতে ভাসতেই শিশুর দেহটি এখানে এসে আটকে গেছে। তবে বিজপুর পুলিশ তদন্ত করছে।’