অবতক খবর,১৫ জুলাই: প্রতিবছরই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের পক্ষে একুশে জুলাইয়ের সভা করা হয় মহাসমারোহে। তারই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়ে গেল হালিশহর লোকসংস্কৃতি ভবনে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে শহীদদের স্মরণে বীজপুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং বিধায়ক সুবোধ অধিকারীর নির্দেশে হালিশহর লোকসংস্কৃতি ভবনে কর্মী সভায় যোগ দিলেন সকল তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা।

এই সভায় উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী, হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ, হালিশহর পৌরসভার উপ পৌর প্রধান হিমানীশ ভট্টাচার্য, কাঁচরাপাড়া টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি খোকন তালুকদার, হালিশহর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর সরকার সহ সকল কাউন্সিলর এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা।

একুশে জুলাইয়ের সভায় দলে দলে যোগদান করার আহ্বান জানানো হয় প্রত্যেককে।

এ প্রসঙ্গে হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ বলেন, প্রতিবছরই আমরা এই দিনে ধর্মতলায় জড়ো হই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে। এ বছরও তার অন্যথা হবে না। আমরা বীজপুর থেকে দলে দলে সকলেই উক্ত সভায় যোগদান করব এবং মুখ্যমন্ত্রী দলের উদ্দেশ্যে যে বার্তা দেবেন তা শুনব।