অবতক খবর, ১১ ফেব্রুয়ারি: হালিশহর পৌরসভা বিশাল বোর্ড করে সাইনবোর্ড দিয়েছে ‘হালিশহর মহাশ্মশান’। কিন্তু মরদেহের শেষকৃত্যের পর নাভিকুন্ড যে জলে বিসর্জন দিতে হয় সেই কাজটি সম্পন্ন করতে বিপজ্জনক অবস্থার সম্মুখীন হতে হয়। শ্মশান ঘাট থেকে সেই গঙ্গার পার পর্যন্ত যাওয়া এবং গিয়ে নাভি কুন্ডের বিসর্জন দেওয়া বিপদজনক হয়ে দাঁড়িয়েছে। কারণ শ্মশান ঘাট থেকে গঙ্গার পার পর্যন্ত যে অবস্থার সৃষ্টি হয়েছে, যেভাবে জল কাদায় এই দীর্ঘ জায়গাটি বিস্তূত,যে কোন সময়ে পিতা বা মাতার নাভিকুন্ড নিয়ে যাচ্ছেন বিসর্জন দিতে যে সন্তান তিনি বিপদে পড়তে পারেন। অবিলম্বে ওই জায়গাটির সংস্কার করা প্রয়োজন। অথবা গঙ্গার ঘাট পর্যন্ত একটি রাস্তা করে দেওয়া প্রয়োজন। নাহলে যেকোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে।
দীর্ঘদিন ধরে এই অবস্থাটি রয়েছে। কেন হালিশহর পৌরসভা এদিকে নজর দিচ্ছেন না? কেন তারা উদাসীন নাগরিকদের নিরাপত্তার বিষয়ে বোঝা যাচ্ছে না। কোন ব্যক্তির দাহকার্যের জন্য সরকার ঘোষিত যে খরচ সেটা তো তারা বহন করেন তবে নাগরিকরা শ্মশান ঘাট থেকে গঙ্গার ঘাট যাওয়া পর্যন্ত সুবিধা পাবেন না কেন? বা তাদের কেন নিরাপত্তা দেওয়া যাবে না সেই গঙ্গার পার যাওয়া পর্যন্ত, এটা জনগণের মধ্যে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।